সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৭ ২১:২৬

এসআইইউতে জাতীয় গণহত্যা দিবস পালন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ এর পরিচালনায় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ।

শনিবার সন্ধ্যায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন প্রষেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মেহেদী হাসান তুহিন, বিলকিস আক্তার, এইচ এম আরিফ, প্রভাষক নেছার আহমদ, প্রণব সাহা, কাওছার জান্নাত, ডেপুটি লাইব্রেরিয়ান মোস্তফা কামাল, সহকারী রেজিষ্ট্রার মুশফিকুল আলম, সেকশন অফিসার বিপ্রেস রায়, শামীম হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, সুবিনয় আচার্য্য, অপু চক্রবর্ত্তী, শুভাশীষ পাল সহ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত