রাবি প্রতিনিধি

২৬ মার্চ, ২০১৭ ২৩:৩১

রাবির নবজাগরণ ফাউন্ডেশনের অন্যরকম স্বাধীনতা দিবস পালন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবজাগরণ ফাউন্ডেশন সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

রোববার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া হরিজন পল্লীর নবজাগরণ শিক্ষানিকেতনের শিশুদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

এই স্বেচ্চাসেবী সংগঠনটি এসময় প্রায় ৫০জন শিশুর মাঝে রঙ পেন্সিল, অঙ্কন খাতা এবং হালকা খাবার পরিবেশন করে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং একই সঙ্গে তাদেরকে জাতীয় পতাকা অঙ্কন শেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজীব, বর্তমান সভাপতি আদিত্য হাসান শরীফ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা বারী চৈতীসহ নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যগণ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী শিক্ষার্থী উদ্যোগে ‘দ্য ইয়ং ভলেন্টারি সোসাইটি’ স্লোগানে ২০১২ সালের ১২ ডিসেম্বর রাবি নবজাগরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এ সংগঠনটি বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত