রাবি প্রতিনিধি

১০ এপ্রিল, ২০১৭ ১৭:১৪

ঘাতক দালাল নির্মুল কমিটি রাবি শাখার চতুর্থ সম্মেলন ১২ এপ্রিল

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার চতুর্থ সম্মেলন ১২ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনের উদ্বোধন করবেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী।

সোমবার (১০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান নির্মূল কমিটির রাবি শাখার সাধারণ সম্পাদক সুবাস ইমতিয়াজ।

এ সময় সুবাস ইমতিয়াজ বলেন, দিনব্যাপী এই সম্মেলনে নানা কর্মসূচি পালনের পর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, কেন্দ্রীয় নেতা শমী কায়সার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেণী, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহ্ আজম শান্তনু।

এছাড়াও সম্মেলনে থাকবেন নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. সুজিত সরকার, আব্দুল মালেক শেখ, রাজশাহী মহানগর নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক গোলাম সারওয়ার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুজ্জামান শফিক, রাবি নির্মূল কমিটির সাবেক আহ্বায়ক অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা, সাবেক সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন, সাবেক সভাপতি সাদ্দাম হোসেন টিপু, সাবেক সাধারণ সম্পাদক রানাউল করিম রানা প্রমুখ।

নির্মূল কমিটি রাবি শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল সরকার রুবেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মতিউর রহমান মর্তুজা, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ও শিহাব জহুরী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক মো. মহিউদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত