সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০১৭ ১৮:১৯

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউজিসির HEQUP প্রজেক্টের আওতাধীন IQAC এর উদ্যোগে শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) 'ট্রেনিং অন রোল এন্ড রেসপনসিবলিটি এন্ড এথিকাল প্রিন্সিপালস অফ দ্য ইউনিভার্সিটি টিচার এন্ড স্টাফ উক্ত শিরনামের প্রশিক্ষণ কর্মশালায় (ওয়ার্কশপ) কী-নোট স্পিকার হিসাবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল) পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক জনাব তারেক উদ্দিন তাজ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল) পরিচালক জনাব একরামুল ফারুক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক সহকারী অধ্যাপক মো: মশিউর রহমান।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল) এর ব্যবস্থাপক আবু জাফর মো. ফরহাদ ও হিসাব রক্ষক কামরুল হাসান।

এছাড়াও অত্র প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ নিয়েছেন ইংরেজি ও আইন বিভাগের সম্মানিত সকল শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্মকর্তা গণ।

আপনার মন্তব্য

আলোচিত