সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০১৭ ১৯:১৩

লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নেসলে হেলথ এবং ওয়েলনেস কর্নার

সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নেসলে হেলথ এবং ওয়েলনেস কর্নার এর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: কামরুজ্জামান চৌধুরী এই কর্নারের উদ্বোধন করেন।

এরই মধ্য দিয়ে নেসলে লিডিং ইউনিভার্সিটির পরিবারে উন্নতমানের এবং স্বাস্থসম্মত খাবার পরিবেশনের শুভসূচনা করল এবং এতে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হল।

এসময় লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপষ্টো অধ্যাপক ড. মো: জহির বিন আলম, বোর্ড অব ট্রাস্টিজের সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আসাদুজ্জামান খান, নেসলের টেরিটরি অফিসার মারুফ আহমেদ খান, এরিয়া নিউট্রিশ্যান এক্সেকিউটিভ নাইম আহমেদ খান, ডিস্ট্রিবিউশন অব নেসলে প্রফেশনাল মো: কাউসার আহমেদ চৌধুরী এবং লিডিং ইউনিভার্সিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত