শাবিপ্রবি প্রতিনিধি

২৫ মে, ২০১৭ ১৭:৪৫

শাবি ডিবেটিং সোসাইটির সভাপতি রিমি, সম্পাদক নিতু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ১৮ তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল তাজরীন রিমিকে সভাপতি এবং রাষ্ট্র বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী নূর-ই-জান্নাত নিতুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন) সেলিম আহমেদ, সহ-সভাপতি (বিতর্ক) নাঈমুর রহমান দুর্জয়, ইংরেজি বিতর্ক সমন্বয়ক তানিয়া আক্তার তিন্নি, সহ-ইংরেজি বিতর্ক সমন্বয়ক  সৈয়দ  নওরোজ হোসেন রমিম, বাংলা বিতর্ক সমন্বয়ক রাইতাহ বিনতে আহসান, সহ-বাংলা বিতর্ক সমন্বয়ক মাসফিক আহসান, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক  মো. তরিকুল ইসলাম, ফেরদৌসি আক্তার মিতু,অফিস সম্পাদক নাজনীন আক্তার, সহ-অফিস সম্পাদক সারোয়ার আহমেদ, প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-প্রকাশনা সম্পাদক ফৌজিয়া বিনতে ফারুক, সানজিদা আক্তার তানিয়া, প্রচার সম্পাদক বিভাস ভট্টাচার্য, সহ-প্রচার সম্পাদক ফারজানা ইয়াসমিন, আহসান উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অপর্ণা ধর, তাইফা তাসনিম নাহিন, রুমা আক্তার, মো. ইমাদুল ইসলাম, আহসান হাবিব আদর।

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, বুধবার বিকাল ৫ টায় একাডেমিক ভবন ‘এ’ ১২৯ নং রুমে সাধারণ সভায় কমিটি ঘোষণা করেন ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক আখতারুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর জহির উদ্দিন আহমেদ, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক শাহেদুল হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাকিল ভুঁইয়া, সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক সুব্রত সরকার, প্রভাষক আহসানুল ইসলাম, ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


আপনার মন্তব্য

আলোচিত