সংবাদ বিজ্ঞপ্তি

২৯ জুলাই, ২০১৭ ০০:৪২

বইপ্রেমীদের সংগঠন ‘মলাট’র যাত্রা শুরু

বইপ্রেমীদের সংগঠন ‘মলাট’র যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকাল চারটায় সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবী বইপ্রেমীরা মিলিত হয়ে পাঠকদের সাম্প্রতিক পড়া বই নিয়ে প্রাণবন্ত আড্ডা শেষে এ সংগঠনের আত্মপ্রকাশ করে।

মলাটের সমন্বয়ক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক ফয়সাল খলিলুর রহমান জানান, ‘দিনদিন বই পড়া কমিয়ে দিচ্ছি আমরা। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও অন্যান্য বই পড়া দরকার। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো দিনদিন আসক্তিতে রূপান্তর হচ্ছে, ঠিক এ চিন্তা থেকেই মলাট আত্মপ্রকাশ করলো।’

আয়োজক সূত্রে জানা যায়, লেখক আর পাঠকদের সমন্বয়ক হবে এই সংগঠন। পাক্ষিক পাঠচক্র, সাহিত্য সভা, লেখকের সাথে আড্ডা, বই মেলা আয়োজন, পাঠাগার নির্মাণ ইত্যাদি কর্মসূচি নিয়ে এগুবে মলাট।

মলাটের যাত্রার দিনে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার রিমা দাস, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের চিকিৎসক সৈয়দা রূমী, বিয়ানীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী শেখ মাহফুজা রশিদ দিবা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রনজয় তালুকদার, শেখ নূরুল আমীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রওনক আফরোজ ইভা, শবনম বিনতে মতিউর, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উত্তম কাব্য দাস, সাজিদ আহমেদ, এমসি কলেজের অর্ণব তালুকদার দিপু, আমিনা আক্তার, সিলেট সরকারী কলেজের নওরিন আক্তার তন্বী, মদনমোহন কলেজের জিপসী তারেক, লিটন লিটু, গৃহিণী অতন্দ্র তমিস্রা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত