সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৫ ১১:২৩

শাবিতে বেতন স্কেল পুননির্ধারনের দাবি

সম্প্রতি প্রস্তাাবিত ৮ম জাতীয় বেতন স্কেল পুননির্ধারনের দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।  সোমবার শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কবির হোসেন ও সাধারন সম্পাদক ড. মো: আব্দুল গনি সাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবি শিক্ষক সমিতি মনে করে, এ প্রস্তাবিত বেতন স্কেলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বেতন গ্রেড অবনমন করা হয়েছে এবং  সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেয়ার মাধ্যমে শিক্ষকদের অবমূল্যায়ন ও বঞ্চিত করা হয়েছে।

এ প্রেক্ষিতে শাবি শিক্ষক সমিতি জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন স্কেল জ্যেষ্ঠ  সচিবদের সমান ও অধ্যাপকদের বেতন স্কেল পদায়িত সচিবদের সমান করে পূণনির্ধারণ এবং  শিক্ষকদের  সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রেখে এবং সহযোগী-সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো অধ্যাপকদের বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জোর দাবি জানায়।  

উল্লেখ্য, প্রস্তাবিত জাতীয় পে-স্কেলে মন্ত্রিপরিষদ বা মূখ্য সচিব ও জ্যেষ্ঠ সচিবদের বেতন স্কেল আলাদা করে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। পদায়িত সচিবদের জন্য নতুন একটি বেতন স্কেল করা হয়েছে। গ্রেড ১০-২০ পর্যন্ত সপ্তম বেতনকাঠামোর তুলনায় দ্বিগুণ করা হয়েছে কিন্তু প্রথম থেকে নবম ধাপ দ্বিগুণ করা হয়নি। সিলেকশন গেড ও টাইম স্কেল না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের

বেতন স্কেল সচিবদের চেয়ে দুই ধাপ নামানো হয়েছে। শিক্ষকদের মূল বেতন সপ্তম বেতনকাঠামো থেকেও এক ধাপ কমিয়ে আনা হয়েছে। এমন প্রস্তাাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালযের শিক্ষকেরা। উপরোক্ত বিষয়াবলীতে শাবি শিক্ষক সমিতি ক্ষোভ প্রকাশ করে এবং বেতন স্কেল সংশোধন করার  জন্য সরকারের নিকট জোর দাবি জানায়।

আপনার মন্তব্য

আলোচিত