সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৭ ১৭:৪৯

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘কারিকুলাম কনসেপ্ট, মডেলস এন্ড ডেভলাপমেন্ট স্ট্র্যাটেজি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কর্মশালা বৃহস্পতিবার (৫ অক্টোবর) শেষ হয়। ইউনিভার্সিটির অধ্যাপক হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। এদিকে, আইকিউএসি’র উদ্যোগে ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকদের নিয়ে বৃহস্পতিবার ‘টিম বিল্ডিং’ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘কারিকুলাম কনসেপ্ট, মডেলস এন্ড ডেভলাপমেন্ট স্ট্র্যাটেজি’ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস এম কবির।

কর্মশালায় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, আইন ও বিচার বিভাগের ডিন অধ্যাপক ড. মো. রবিউল হোসাইন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, ইইই বিভাগের প্রধান মিয়া মো. আসাদুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারি অধ্যাপক মাসুদ রানা, সিএসই বিভাগের সহকারি অধ্যাপক ফুয়াদ আহমেদ প্রমুখ। কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে, ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকদের নিয়ে ‘টিম বিল্ডিং’ কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস এম কবির, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ।

এতে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মাসুদ রানা।

আপনার মন্তব্য

আলোচিত