শাবি প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০১৭ ০২:১০

‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরস্কারের জন্য শাবি মনোনিত

‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরস্কারের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম বারের মতো মনোনীত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ মনোনয়নের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

আগামী ৬-৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ তে আই.সি.টি কাজে উৎকর্ষতা ও অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হবে।

উচ্চ শিক্ষা ক্ষেত্রে পুরস্কার প্রদানের জন্য সেরা ডিজিটালাইজড আই.সি.টি শিক্ষায় অবদান ও প্রযুক্তি ব্যবহারের উৎকর্ষতা বিবেচনায় শাবিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম বারের মতো মনোনীত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন জানান, ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরস্কারের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে মনোনীত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত