সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৭ ১৫:৩৭

লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির ১৮তম একাডেমিক কাউন্সিল এবং ৫৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) এবং শনিবার (৩০ ডিসেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

সভায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এন.এম মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের ট্রাস্টি মিসেস সাদিকা জান্নাত, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস. এম. আলী আক্কাস, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন অধ্যাপক ড. গাজী আবদুল্লাহ হেল বাকী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. রাশেদ তালুকদার এবং একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।    

সিন্ডিকেট সভায় লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল এর ১৮তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।   

আপনার মন্তব্য

আলোচিত