শাবিপ্রবি প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০১৮ ১৬:২৯

থিয়েটার সাস্ট’ এর চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’র আয়োজনে  চারদিনব্যাপি নাট্যোৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার; চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

‘বন্ধনের বিশ, ভালোবাসা অহর্নিশ’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান ‘নাট্যোৎসব ও পুনর্মিলনী’র অনুষ্ঠানের আহবায়ক সাব্বির আহমেদ রাজু।

এ উপলক্ষে  বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনের  প্রযোজনায় পরিবেশিত হবে নাটক ‘হাসন রাজা’।

‘থিয়েটার সাস্ট’ এর নিজস্ব প্রযোজনার পাশাপাশি ১৩ জানুয়ারি  উৎসবে থাকছে  প্রাঙ্গণেমোর এর নাটক ‘কনডেমড সেল’ ও ১৪ জানুয়ারি ‘মণিপুরি থিয়েটার’ এর নাটক ‘ইঙ্গাল আধার পালা’।

প্রতিদিন সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকগুলোর মঞ্চায়ন হবে।

এছাড়া শুক্রবার ১২ জানুয়ারি সংগঠনের বর্তমান ও পুরাতন সদস্যদের নিয়ে পুনর্মিলনী  অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত থিয়েটার সাস্টের টেন্ট ও শো এর আগে হল কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত