শাবিপ্রবি প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০১৮ ০২:১৬

শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন আজ, লড়ছে ৩ প্যানেল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০১৮ ত্রিমুখী লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে শিক্ষকদের তিনটি প্যানেল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, সর্বমোট পাঁচ শতাধিক ভোটার এবং ১১টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা দু’টি প্যানেলে এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা একক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র সভাপতি পদে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামীপন্থী অপর প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র সভাপতি পদে অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে অধ্যাপক আমিনা পারভীন, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক পদে সৈয়দ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে বিএনপিপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’র সভাপতি পদে অধ্যাপক আব্দুর রহিম, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে ড. ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক মো. আমিনুল হক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ৬টি সদস্য পদের জন্যে প্রতি প্যানেলেই ছয়জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত