সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৮ ১৭:৫৫

লিডিং ইউনিভার্সিটিতে ‘সেলফ এ্যাসেসমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘গাইডলাইন ফর পোস্ট সেলফ এ্যাসেসমেন্ট ইম্প্রুভমেন্ট প্লান’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে দক্ষিণ সুরমায় কামাল্বাজারে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ প্রজেক্টের কোয়ালিটি এ্যাসিউরেন্স ইউনিটের হেড প্রফেসর ড. সনজয় কুমার অধিকারী, কোয়ালিটি এ্যাসিউরেন্স স্পেশালিস্ট ড. আহমেদ তাজমিন উপস্থিত ছিলেন।

এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. নজরুল ইসলাম, সোস্যাল সাইন্স অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস, লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর ডিরেক্টর মো. রেজাউল করিম, এ্যাডিশনাল ডিরেক্টর আর্কিটেক্ট রাজন দাশ এবং বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।

কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত