নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০১৮ ১৫:২৫

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ারস্থ ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

কীনোট স্পীকার হিসেবে সেমিনার পরিচালনা করেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড গভার্নন্যান্স এর ডীন ড. আরিফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এ সেমিনারের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির এবং লিডিং ইউনিভার্সিটি একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি হল। ইতিপূর্বে  লিডিং ইউনিভার্সিটি বিশ্বের অনেক প্রতিষ্ঠানের সাথে একসাথে কাজ করে আসছে।

কীনোট স্পীকার হিসেবে ড. আরিফুল হক বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নেওয়ার বিষয়ে কি কি করনীয় তা অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন। আগ্রহী শিক্ষার্থীরা তাদের প্রশ্নপর্বের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নেয়।

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রুম্পা শারমীন এর উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন  অনুষদের ডীন প্রফেসর মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস।

আপনার মন্তব্য

আলোচিত