সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:১৯

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন জামাল উদ্দিন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) জামাল উদ্দিন জানান, পিএইচডিতে তাঁর গবেষণার বিষয় ছিল ন্যাচার অব ওয়ার্ক-ফ্যামিলি কনফ্লিক্ট অব এমপ্লয়িজ ইন বাংলাদেশ অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. মনিরুজ্জামান।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও গ্রামে জন্ম নেয়া জামাল উদ্দিন ৮ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে এমবিএ প্রোগ্রামে অনুষদে প্রথম হওয়ায় চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন। তিনি চার বছর মেয়াদি বিবিএ (অনার্স) প্রোগ্রামেও প্রথম শ্রেণিতে প্রথম এবং অনুষদ প্রথম হওয়ার জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেছিলেন। দেশে বিদেশে বিভিন্ন স্বীকৃত গবেষণা জার্নালে তাঁর পঁচিশটিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত