শাবি প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৩৭

শাবিপ্রবিতে ‘বিজনেস ফেস্টিভাল-১৮’ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও দিনব্যাপী শুরু হয়েছে ‘বিজনেস ফেস্টিভাল-১৮’।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ক্যাম্পাসের একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে এসে শেষ হয়।

পরবর্তীতে কেন্দ্রীয় মিলনায়তনে ‘বিজনেস ফেস্টিভাল-১৮’ এর উদ্বোধন ঘোষণা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল ইসলাম।

এসময় স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সৈয়দ তৌফিক মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, সোবহানা তানজিমা আতিকসহ বিভাগের সকল শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরবর্তীতে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ‘ফান ইভেন্ট’ অনুষ্ঠিত হয়।

বিকেলে দ্বিতীয় সেশনের অনুষ্ঠান শুরু হবে। এ সেশনে রয়েছে বিজনেস প্ল্যান প্রতিযোগিতা, নতুন বর্ষের শিক্ষার্থীদের বরণ, স্নাতকোত্তরদের বিদায় সংবর্ধনা, সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত