সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৮ ১৭:০১

মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর করিম উল্লাহ ইনডোর বিভিন্ন ইভেন্টের ফাইনাল সম্পন্ন হয়।

টুর্নামেন্টের পুরুষ এককে বিজয়ী হয়েছেন আল আমিন। এছাড়া মহিলা এককে সারাহ পলিন, পুরুষ ডাবলসে আল আমিন-শিহাব জুটি, মিক্সড ডাবলসে আল আমিন-নেহা জুটি চ্যাম্পিয়ন হন।

এর আগে মহিলা ডাবলসে আয়শা-সাদিয়া জুটি চ্যাম্পিয়ন হন। ম্যাচগুলো পরিচালনা করেন আকরামুল ইসলাম আরিক ও রাফিউল লেইস রাইয়েদ।

এদিকে, খেলা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজিন সালেহ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সাইদুর রহমান পলাশ, ক্রীড়া কর্মকর্তা জহির হোসেন, বিশ্ববিদ্যালয়ের ডায়মন্ড টিমের সাবেক অধিনায়ক এ কে পাপ্পু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি আশফাকুর রহমান, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমদ জয়, সাবেক কোষাধ্যক্ষ ইমতিয়াজ আহমদ চৌধুরী, বর্তমান সহসভাপতি ফাহিম রশিদ চৌধুরী, শিয়াবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল মোহাইমিন চৌধুরী, তাহমিনা রহমান তাম্মি প্রমুখ।

উল্লেখ্য, শনিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। এবার টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল আরব আলী কনস্ট্রাকশন।

আপনার মন্তব্য

আলোচিত