শাবি প্রতিনিধি

৩০ মার্চ, ২০১৮ ১২:৪৭

‘সাস্ট এসডি’র নতুন কার্যনিবাহী কমিটি গঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট (সাস্ট এসডি)’ এর পঞ্চম কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী চৌধুরী জুনায়েদ হাসনাইন এবং সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের শাহ মো. আদনান নিবার্চিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন ‘ডি’ এর ৪০০৬ নং কক্ষে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি (প্রশাসন) অনিক দেবনাথ, সহ-সভাপতি (বিতর্ক) জিনাত আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমিন আলী খাঁন, সহ-সাধারণ সম্পাদক মারজিয়া হক সিথি, বিতর্ক সম্পাদক ত্রিদিপ সেন, সহ-বিতর্ক সম্পাদক আবুল হাসান সাজলি, সুমাইয়া ইসলাম ঐশী, মেহনাজ মৌমিতা, সাংগঠনিক সম্পাদক হিমেল ভট্ট্রাচার্য, সহ-সাংগঠনিক সম্পাদক মাহির চৌধুরী, তানভীন হোসেন, যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাইমুর রহমান নাবিন, সহ-যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিফাত জাহান বর্ণিকা, ফারিয়া কাদের উপমা, অর্থ সম্পাদক নৌশিন রাজ্জাক চৌধুরী, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল নাঈম লামিয়া, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক জহির উদ্দীন বিজয়, কোহিনূর জাহান জেরিন, প্রকাশনা সম্পাদক আসিফ ইকবাল, সহ-প্রকাশনা সম্পাদক ফাহিম শাহরিয়ার, আনিকা তাবাসসুম, দপ্তর সম্পাদক নাহিদ খাঁন সাবা, সহ-দপ্তর সম্পাদক, শাতীলা শাহী মনি।

কমিটি গঠন শেষে সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনের উপদেষ্টা, মডারেটর এবং সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। সদ্য বিদায়ী সভাপতি কাজী খাইরুন নাহার মিতু ও সাধারণ সম্পাদক মকবুল চৌধুরী অমিতের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর সহকারী অধ্যাপক সাইফুর রহমান, সাবেক সভাপতি একেএম আশেকুজ্জামান শাওন, সাবেক সহ-সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন, তাসনিম আবেদীন রাজু, আবু হামজা ইব্রাহীম, সদ্য বিদায়ী সহ-সভাপতি আরাফ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ‘তবুও উড়বে ফিনিক্স, যুক্তির দ্রোহী আকাশে’ এই স্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালের ২৯ মার্চ যাত্রা শুরু করেছিল সাস্ট স্কুল অব ডিবেট। এখন ৩য় র্বষ অতিক্রম করে ৪র্থ বর্ষে পদার্পণ করলো সাস্ট-এসডি।

আপনার মন্তব্য

আলোচিত