সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০১৮ ১৮:৩৮

টিম অ্যারোকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির অভিনন্দন

ঢাকায় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত রোবোলোশন-২০১৮ প্রতিযোগিতায় রানারআপ হওয়ায় টিম অ্যারোকে অভিনন্দন জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

শনিবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে টিম অ্যারো’র সদস্যদের এই অভিনন্দন জানানো হয়।

এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রব তানভীর, ইইই বিভাগের প্রধান মিয়া মো. আসাদুজ্জামান, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম, ইইই বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ রেজওয়ানুল হক নাবিল, প্রভাষক রবি কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

টিম অ্যারো’র সদস্য আব্দুর রহমান চৌধুরী প্রতিযোগিতায় পাওয়া প্রাইজমানির রেপ্লিকা ড. তৌফিক রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

প্রসঙ্গত ২৪ মার্চ ঢাকায় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রোবোলোশন-২০১৮ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঈগল ক্যাটাগরিতে রানারআপ হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিম অ্যারো।

অ্যারো দলের সদস্য ছিলেন আব্দুর রহমান চৌধুরী, সজল কান্তি সিনহা, শাফায়াত হোসেন হৃদয়, কামনাশীষ দেব ও হাসানুর রহমান সোহাগ। রানারআপ হয়ে এ দল বিশ হাজার টাকা প্রাইজমানি পায়।


আপনার মন্তব্য

আলোচিত