নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০১৫ ১৪:২৭

এখন আমার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত : জাফর ইকবাল (ভিডিও)

জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার পর দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক জাফর ইকবাল বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে হামলাকারীরা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় তাহলে তাদের শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত।

জাফর ইকবাল আরও বলেন- যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগানের এতো বড় অপমান আমার জীবনে দেখিনি। আমি অত্যন্ত ক্ষুব্ধ, যেখানে ছাত্রলীগ হামলা করে, তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে।

আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘আমি সরাসরি শিক্ষকদের আন্দোলনে অংশ নিচ্ছি না, কিন্তু আন্দোলনকারীদের প্রতি আমার মায়া, ভালোবাসা আছে। তারা যে কারনে আন্দোলন করছে আমি তা ১০০ ভাগ সমর্থন করি।’

‘আজকে আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো। আজকে যা দেখলাম, আমার জীবনে এ ধরনের ঘটনা দেখবো তা আমি কখনও বিশ্বাস করিনি।

‘আমি এখনই গলায় দড়ি দিয়ে মরছি না, কিন্তু আমি তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি,’ এমন মন্তব্য করে জাফর ইকবাল বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঞ্ছিত করলো, আমাকে সেটা এখানে বসে বসে দেখতে হলো।

‘শিক্ষকরা আন্দোলন করছেন কোন পদের জন্যে নয়, শাবিকে বাঁচানোর জন্যে,’ বলেন জাফর ইকবাল।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত