নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০১৫ ০০:৩২

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শাবির সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকদের ওপর কতিপয় দুস্কৃতিকারী ছাত্রদের বর্বরোচিত হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সমাবেশ ও মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে।

কর্মসূচি শুরু হবে সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায়, লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে থেকে।

কর্মসূচিতে সকল শিক্ষার্থীদের জড়ো করার স্বার্থে ফেসবুকে এক ইভেন্ট খোলা হয়েছে এবং ইভেন্টে পিতৃতুল্য শিক্ষকদের উপর এই হামলার প্রতিবাদে ও বিচারের দাবীতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে শাবির দশটির বেশি ডিপার্টমেন্ট ইতোমধ্যেই একাত্মতা ঘোষণা করেছে বলে জানানো হয়েছে। এবং সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করতে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের আহুত এ কর্মসূচির সঙ্গে বিশ্ববিদ্যালয়ে চলমান ভিসিবিরোধী আন্দোলন কিংবা এর সাথে সম্পৃক্ত কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত নয় বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, রবিবার বিশ্ববিদ্যালয়ে চলমান ভিসিবিরোধী আন্দোলনে থাকা শিক্ষকদের ওপর ছাত্রলীগ হামলা চালায়, এতে বেশ কয়েকজন শিক্ষক আহত ও লাঞ্ছিত হন।

এদিকে, বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শাবি ছাত্রলীগ এ হামলার সঙ্গে তারা জড়িত নয় বলে দাবি করে।

আপনার মন্তব্য

আলোচিত