সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৯ ০১:১১

২১ অক্টোবর লিডিং ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে এবং সন্ধানী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট, সিলেটের সহযোগিতায় 'রক্তদান কর্মসূচি ২০১৯' আগামী ২১ অক্টোবর।

এবারের রক্তদান কর্মসূচিতে থাকছে সবাইকে রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং কর্মসূচি চলাকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদান করা।

সকাল ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি - ১ এ। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই। মূলবক্তা হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমদ।

সেমিনারে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবের সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

আলোচিত