সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৯ ১৮:১১

লিডিং ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত

ভালো ক্যারিয়ারের জন্য এখন কি করা উচিৎ, কি করলে চাকরির বাজারে এগিয়ে থাকা যায়, কীভাবে ইন্টারভিউতে আরো ভালো করা যায়, এমন নানা ধরনের বিষয় নিয়ে লিডিং ইউনিভার্সিটিতে ক্যারিয়ার স্কুলের উদ্যোগে ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পৃথকভাবে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সরকারি কলেজের এবং শমসের নগর কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়।

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে উল্লেখ করে প্রোগ্রামে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান বক্তব্য দেন। এতে ক্যারিয়ার বিষয়ে পরামর্শ প্রদান করেন ক্যারিয়ার স্কুলের চীফ কনসাল্টেন্ট আমিরুল হক সজিব। স্বাগত বক্তব্য দেন কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া এবং সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইন, প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি মুজিবুর রহমান রন্জু, সিলেট অঞ্চলের সার্কুলেশন প্রতিনিধি জাহিদ হাসান রুমি এবং কলেজের শিক্ষকবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত