শাবি প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০১৯ ১০:১৫

প্রতীককে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে শাবি শিক্ষক সমিতির নিন্দা

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিইবি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাইফুর রহমান প্রতীকের মৃত্যুতে শাবিপ্রবি শিক্ষক সমিতি গভীরভাবে শোকাহত। শাবিপ্রবি শিক্ষক সমিতি মনে করে প্রতীকের মতো একজন মেধাবী শিক্ষার্থীর অকালে চলে যাওয়া খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের স্বার্থে লক্ষ্য করেছি যে, অতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু নিয়ে বিভিন্ন অসঙ্গতিপূর্ণ রিপোর্ট ও বক্তব্য প্রকাশিত হচ্ছে। এবিষয়ে শাবিপ্রবি শিক্ষক সমিতি মনে করে একটি তদন্ত ও পুন:তদন্তাধীন স্পর্শকাতর বিষয়ে জিইবি বিভাগের সহকর্মী ও শাবিপ্রবিকে জড়িয়ে এ ধরণের বিভ্রান্তিকর তথ্য সম্পূর্ণরূপে অনভিপ্রেত। তদন্তাধীন বিষয়ে এ ধরণের অসঙ্গতিপূর্ণ সংবাদ ও বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের বিরুদ্ধে শাবিপ্রবি শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

এছাড়া এ ধরণের মর্মান্তিক অপমৃত্যুর প্রকৃত তথ্য উদঘাটনপূর্বক প্রকৃত ও সত্য তথ্য সবার সামনে তুলে ধরে রাষ্ট্রীয় আইনে যথোপযুক্ত বিচারের জোর দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আপনার মন্তব্য

আলোচিত