রাবি প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৯ ১৭:২৪

রাবির ৩৪তম ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী পীর ফজলুর রহমান।

উদ্বোধনের পর টিএসসিসির সামনে থেকে একটি র‌্যালি আয়োজন করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর টিএসসিসিতে শুরু হয় স্মৃতিচারণ পর্ব। সেখানে বিশ্ববিদ্যালয়ের ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একে একে নিজের নাম পরিচয় দিয়ে স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণ পর্বে প্রায় ৩২ বছর আগের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে ওঠেন প্রত্যেকেই। এরপর সন্ধ্যায় একটি সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।


আপনার মন্তব্য

আলোচিত