সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২০ ১৬:৩৯

বাইউস্ট সিএসই বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেছে।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মামুন আহমেদ ও প্রভাষক মাঈশা নিশাত বিধুর নেতৃত্বে সোমবার ৫৫ সদস্যের একটি দল কুমিল্লাস্থ গ্রামীণফোন মোবাইল সুইচ সেন্টার ‘মোবাইল টেলিকমিউনিকেশন সুইচিং অফিস (এমটিএসও)’ পরিদর্শন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীনফোন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক নাজমুল হাসান ও টেকনিক্যাল লিড ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।

ডাটা কমিউনিকেশনের ওপর শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সিএসই বিভাগের এ উদ্যোগ। শিক্ষার্থীদের এই সময় সেলুলার কমিউনিকেশনের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এতে বইয়ের পাশাপাশি হাতে কলমে কাজ করার সুযোগ পায় বিশ্ববিদ্যালয়ের লেভেল-৩, টার্ম-২ এর শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত