
২৪ ফেব্রুয়ারি , ২০২০ ২৩:২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের স্পোর্টস উইক-২০২০ শুরু হয়েছে। এবারের স্পোর্টস উইক আয়োজনে রয়েছে বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বাফসা) এর ১৬তম কমিটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে একাডেমিক ভবন ই এর সামনে থেকে স্পোর্টস উইক উপলক্ষে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক নুসরাত ইসলাম, প্রভাষক সাইফুজ্জামান ভুঁইয়া, অনুপ দত্ত, সমিতির সাধারণ সম্পাদক মো রিফাত, স্পোর্টস সেক্রেটারি জায়েদ ইকবাল তানিন, কালচারাল সেক্রেটারি ইমাম হোসেন ইমরানসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।
স্পোর্টস উইক এর বিভিন্ন বিষয়ে অ্যাসোসিয়েশনের ভিপি আদেল মাহমুদ জাদ্দারী বলেন, এবারের ক্রীড়া সপ্তাহে নানা আয়োজনের মধ্যে থাকছে দাবা, ক্যারাম, লুডু, টেবিল টেনিস, হাড়ি ভাঙা, বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার, পিলো ফাইটিং, ব্যাডমিন্টন, ফিফা, পাবজিসহ বেশকিছু অনলাইন গেম।
আগামী ২৯ তারিখ বসন্ত উৎসব ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্রীড়া সপ্তাহ শেষ হবে।
আপনার মন্তব্য