
০৫ মার্চ, ২০২০ ১৭:৫১
নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এর আগে সকালে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সাল আহমেদের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীর দেশের বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে রয়েছে। যা আমাদের জন্য অনেক গৌরবের। আশা করি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
উপাচার্য আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ১২শ কোটি টাকার কাজ হবে। ক্যাম্পাসে আরও ২৩টি ১০ তলা ভবন সংযুক্ত হবে। আমরা আশা করি, আগামী ৩-৪ বছরের মধ্যে আমাদের ক্যাম্পাসের স্কাইলাইন পরিবর্তন হয়ে যাবে।’
দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে রজতজয়ন্তী শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় দিন শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এলামনাই সেশন, স্মৃতিচারণ, উৎসব ভোজের আয়োজন করা হয়েছে।
আপনার মন্তব্য