শাবি প্রতিনিধি

০৮ মার্চ, ২০২০ ২২:০২

শাবি কর্মচারী ইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কর্মচারী ইউনিয়নের উদ্যোগের আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে ‘শাবি কর্মচারী ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ছাদেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকে ‘বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। একজনকে বাদ দিয়ে অন্যজনকে কল্পনা করা সম্ভব নয়। তবে সকলকে সততা ও জবাবদিহিতার জায়গা নিশ্চিত করতে হবে। তাহলে সকলের সহযোগিতায় শাবি এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোন ধরণের বৈষম্য থাকবে না। সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। কোন অযৌক্তিক দাবি হলে তা মানা হবে না। দাবিগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক হবে তা অবশ্যই মানা হবে। এসময় কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা, খাবারের ক্যান্টিন, সমিতির অফিসসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বুকসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, কর্ম কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মো. আব্দুল গাফফার, কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি শ্রীমনিলাল দাস, সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আবিদ আলী, শেখ মমতাজ উদ্দিন প্রমুখ ।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন দপ্তরের সহায়ক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত