শাবি প্রতিনিধি

৩০ মার্চ, ২০২০ ১৯:৪৩

দুস্থ ও অসহায়দের পাশে শাবি’র সম্মিলিত কর্মচারীবৃন্দ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসের রিকশা, অটোরিকশা চালক টং দোকানদার ও গার্ডসহ ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাবার ও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছেন শাবি’র সম্মিলিত কর্মচারীবৃন্দ।

সোমবার (২৯ মার্চ) ক্যাম্পাসের ‘ইউনিভার্সিটি সেন্টার’ এ শাবি অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রায় সত্তরটি পরিবারে চাল, ডাল, তেল, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় করোনা মহামারি থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন শাবি’র কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মুতিউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবি’র অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, কর্মচারী ইউনিয়নের সভাপতি ছাদেক আহমদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুকসান, সহ-সভাপতি অজয় চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মো. সোহেল আহমেদ, শাবি’র সহায়ক পরিবহন সমিতি’র পক্ষে কামরুল হাসান ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, বাবুল মিয়া, আফজাল হোসেন, কবির আহমেদ, দিদার আহমেদ, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে শাবি’র সহায়ক পরিবহন সমিতি’র পক্ষে কামরুল হাসান বলেন, ‘অক্লান্ত পরিশ্রম করে যারা এ আয়োজন সফল করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ, আমাদের মতো এরকম আরও অনেকে অসহায়দের পাশে দাঁড়ালে তাদের জীবনযাত্রা আরও সহজ হবে।’

কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. সোহেল আহমেদ বলেন, ‘ক্যাম্পাস হঠাৎ করে বন্ধ হওয়ায় দিন আনে দিন খায় এমন মানুষদের ইনকামের পথ রুদ্ধ হয়ে গেছে, আশা করি আমাদের এই সাহায্য তাদের কিছুদিন হলেও স্বস্তিতে রাখবে।’

কর্মচারী ইউনিয়নের সভাপতি ছাদেক আহমদ বলেন, ‘আমাদের এ ক্ষুদ্র আয়োজনে শাবি’র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ যারা আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া এ দুর্যোগে সকল বিত্তবানকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

আপনার মন্তব্য

আলোচিত