
০৮ এপ্রিল, ২০২০ ১৫:০১
করোনা মহামারীতে কাজের সুযোগ কমে যাওয়ায় অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে গরীব-দুঃখী ও মেহনতি মানুষদের। এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'সাস্ট ক্লাব লিমিটেড' এর সহায়তায় এবং বাংলা বিভাগের শিক্ষার্থী রোহিতুজ্জামান নাজমুল আহসানের উদ্যোগে ১০৯টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ১০০টি পরিবারকে সহায়তা করেছে সাস্ট ক্লাব লিমিটেড। বাকি ৯টি পরিবারকে নিজস্ব ফান্ড থেকে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী ময়মনসিংহ এর সদর উপজেলা চরনিলক্ষীয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, ৫০ গ্রাম মরিচের গুঁড়ো, ৫০ গ্রাম হলুদের গুঁড়ো, আধা কেজি লবণ লাইফবয় সাবান ১টি, ১ কেজি তিব্বত বল সাবান দেওয়া হয়েছে।
এদিকে বুধবার (৮ এপ্রিল) ৫০টি পরিবারকে ফ্রি ঔষধ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য