শাবি প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২০ ১৮:২৬

শাবি ছাত্রলীগ নেতাকর্মীর উদ্যোগে শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ

করোনাভাইরাসে সৃষ্ট সমস্যায় অসচ্ছল ও কর্মহীন মানুষের মধ্যে নিজ উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মী।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে মুঠোফোনে বিষয়টি জানান শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান।

তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে ক্ষুধা নিবারণের জন্য লড়াই করছে অসংখ্য মানুষ। আমাদের ক্ষুদ্র চেষ্টায় আমরা দারিদ্রসীমার নিচে বাস করা মানুষের পাশে দাঁড়িয়েছি। এই দুর্যোগকালীন সময়ে তারা কিছুটা হলেও চিন্তামুক্ত থাকে তাই আমাদের সাধ্যমত পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছি।

নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান। এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এ ত্রাণ বিতরণ করেন উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী।

এ বিষয়ে ইমরান আহমদ চৌধুরী বলেন, দেশব্যাপী ছড়ানো করোনা মহামারিতে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা নিজ উদ্যোগে আমাদের আশে পাশের অসচ্ছল পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এতে তাদের চলমান দুঃখ কষ্ট কিছুটা হলেও কমবে।

আপনার মন্তব্য

আলোচিত