সিলেটটুডে ডেস্ক

০২ মে, ২০২১ ১৪:৫৫

জন্মশতবর্ষে সত্যজিৎ রায়

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল কারিগর সত্যজিৎ রায়ের আজ জন্মদিন। শুধু জন্মদিনই নয়; জন্মশতবর্ষও।

১৯২১ সালের ২ মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি চলচ্চিত্রকার, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক ও লেখক। তার বাবা কিংবদন্তি শিশুসাহিত্যিক সুকুমার রায়, মা সুপ্রভা দেবী। প্রখ্যাত শিশুসাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার দাদা।

সত্যজিতের জন্ম কলকাতায় হলেও আদি পৈত্রিক ভিটা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে। তার বাবা ও দাদার জন্মও হয়েছিল এ গ্রামেই।

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাস অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে এ মাধ্যমে যাত্রা শুরু সত্যজিতের। তারপর একে একে নির্মাণ করেছেন 'অপরাজিত', 'পরশপাথর', 'জলসাঘর', 'অপুর সংসার', 'দেবী', 'কাঞ্চনজঙ্ঘা', 'মহানগর', 'নায়ক', 'গুপী গাইন বাঘা বাইন', 'প্রতিদ্বন্দ্বী', 'অরণ্যের দিনরাত্রি', 'অশনি সংকেত', 'হীরক রাজার দেশে' প্রভৃতি চলচ্চিত্র।

চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যেও দাপুটে অংশগ্রহণ ছিল তার। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র 'ফেলুদা' তারই সৃষ্টি।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক হিসেবে দুনিয়াজুড়ে ছড়িয়ে রয়েছে তার চলচ্চিত্র ও খ্যাতি।

১৯৯২ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন অস্কারজয়ী এই চলচ্চিত্রকার।

আপনার মন্তব্য

আলোচিত