নিউজ ডেস্ক

১৪ মে, ২০২১ ১৮:৩২

জেমসকেকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য নোবেলের

চাঁদ রাতে আবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এলেন নবীন কণ্ঠশিল্পী নোবেল। গত মাঝরাতে একের পর এক স্ট্যাটাস দিয়েছেন এই কণ্ঠশিল্পী। যার মধ্যে জেমসকে নিয়ে তার স্ট্যাটাস রয়েছে একাধিক। সেসব স্ট্যাটাসে তিনি জেমসকে নানাভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

এই প্রতিবেদন লেখার ১২ ঘণ্টা আগে তিনি লিখেছেন, ‘তোদের সো কল্ড লেজেন্ড জেমসের কয়ডা গান রিলিজ হইসে গত কয়েক বছরে? ঝিমায় গেছে নাকি? লুল!’

‘জেমস কে ওপেন CHALLENGE! একই গান জেমস গাবে, আমিও গাবো!’

‘ওই জেমস! গান গাবা এক স্টেজে? তেমারে ১০০০ মিউজিশিয়ান দেবো। আর আমি একা একটা মাইক্রোফোন!’

১০ ঘণ্টা আগে- ’জেমস “অভিনয়” কভার করুক। তারপর বুঝবো কার গলায় কত জোর। আমি জেমসের গান ঘুমায় ঘুমায় গেয়ে দেবো। লুল।’

‘লেগেন্ড রে!! ওরে লেগেন্ড!! গলা দিয়ে আওয়াজ বেরোয়না! আবার লেগেন্ড মারায়! বুইড়া!’

‘ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছেগা?’

স্ট্যাটাসে ইথুন বাবুকে নিয়েও লিখেছেন এই কণ্ঠশিল্পী। ১০ ঘণ্টা আগে তিনি লিখেছেন, ‘ইথুন বাবু একটা চোর! অন্যের গান নিজের নামে চালায় দিসে।’

এই স্ট্যাটাস দেয়ার আগে তিনি লিখেছেন, ‘কর বেটা! মামলা কর! একটু জেল খাটি!’

এসব ছাড়াও তিনি আরও কিছু স্ট্যাটাস দিয়েছেন সংগীতাঙ্গন বিষয়ে। নোবেলের শেষ স্ট্যাটাস এই প্রতিবেদন লেখার সময় থেকে ৫ ঘণ্টা আগে। যেখানে তিনি ‘ঈদ মুবারক’ জানিয়েছেন।

হঠাৎ করে কেন এত বেপরোয়া হয়ে উঠলেন এই শিল্পী, জানতে তাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

নোবেলের এই স্ট্যাটাসগুলো সাইবার ক্রাইম কিনা জানতে চাইলে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘এই কথাগুলো ভিস্যুয়াল সিকিউরিটি অ্যাক্ট মোতাবেক অপরাধ। তবে যার মানহানী হয়েছে তিনি অভিযোগ করলে নিশ্চই আইনি পদক্ষেপ নেয়া সম্ভব।’

ভারতের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সা রে গা মা পা- তে অংশগ্রহণ করে আলোচনায় আসেন এই শিল্পী। দেশে ফেরার পর থেকে বিভিন্ন সময়ে তার কথায় সমালোচনার সৃষ্টি হয়েছে। সিনিয়র শিল্পীরা তাকে ‘বেয়াদপ’ও বলেছেন।

শেষ তার গাওয়া ‘অভিনয়’ গানটি প্রশংসিত হয়। ‘মেহেরবান’ নামের আরেক গান আছে প্রকাশের অপেক্ষায়।

আপনার মন্তব্য

আলোচিত