বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:৫৩

‘আফজল গুরুকে নিয়ে গান লেখায়’ কবির সুমনের ফেইসবুকে একাউন্ট বন্ধ

কবির সুমনকে প্রায় একদিনের জন্য ‌'অবাঞ্চিত' করল ফেইসবুক কর্তৃপক্ষ। একই সঙ্গে তার প্রোফাইল থেকে সাম্প্রতিক কিছু পোস্ট মুছে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।


ছত্রধর মাহাতো হোক বা আফজাল গুরু, বারবার সুমনের লেখনীতে নতুন রূপ পেয়েছে প্রতিবাদের ভাষা। সেজন্যই যখন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কাণ্ডে দেশজুড়ে প্রতিবাদের ঝড়, তখনও গর্জে উঠেছিল কবির সুমনের কলম।

ভারতীয় দৈনিক এই সময় জানায়, বুধবার ফেইসবুকে নিজের প্রোফাইলে একটি গান শেয়ার করেন আপোষহীন কবি-শিল্পী ও রাজনীতিক কবির সুমন। গানের কথায় ফাঁসির আসামী আফজাল গুরু ও জেএনইউতে ছাত্র বিক্ষোভের পক্ষে বক্তব্য থাকায় ফেইসবুক কবির সুমনের অ্যাকাউন্টটি ব্লক করে দেয়ার অভিযোগ উঠেছে।

সুমন অনুরাগীদের আরো অভিযোগ, ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি শিল্পীর বিরুদ্ধে এই খাঁড়া নামিয়ে এনেছে।

সুমন ভক্তদের দাবী, পরবর্তী প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিভিন্ন মহলে সমালোচনা ও চাপের মুখে ফের চালু হয়েছে অ্যাকাউন্টটি। তবে উল্লেখিত গানটি মুছে দিয়েছে ফেইসবুক।

গানটির কয়েক লাইন তুলে ধরা হলো...

“যেখানেই থাকো তুমি শ্রীনগরে দেখা হবে ইতিহাস তুমি বলো স্বাধীনতা দেবে কবে।

ঝিলমের স্রোতে ভাসে রাতের কবিতা একা আঁধারের কবি জানে শ্রীনগরে হবে দেখা।

ইন্স্যাস থেকে গুলি আকাশে বুলেট ক্ষত তারারা গুলির দাগ প্রদীপ জ্বলবে যত।

কার ঘরে নিভে গেছে প্রদীপের শিখা কবে আফজল গুরু শোনো শ্রীনগরে দেখা হবে।

ফাঁসিতে বুলেটে বুটে ইতিহাস ফ্যালে পিষে সেই ইতিহাসই বাঁচে একা দোয়েলের শিসে।

কাশ্মীরে স্বাধীনতা ডাকছে দোয়েল একা গানের কসম জান শ্রীনগরে হবে দেখা।।

***** কবীর সুমন ১৭, ০২, ২০১৬”

আপনার মন্তব্য

আলোচিত