বিনোদন ডেস্ক

০১ এপ্রিল, ২০১৬ ২২:৩৮

অভিনেত্রী প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হল কলকাতার বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিম বাংলার  ধারাবাহিক ‘বালিকা বধূ’র অতি পরিচিত মুখ ছিলেন তিনি। তাঁর অভিনীত ‘আনন্দী’ চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার মুম্বইয়ের বাড়ি থেকে বছর চব্বিশের প্রত্যুষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী।

জামশেদপুরের মেয়ে প্রত্যুষা নিজের কেরিয়ারের কারণেই মুম্বই এসেছিলেন। বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস৭’-এও দেখা গিয়েছে তাঁকে।

রাহুল রাজ সিংহের সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোটা বি-টাউন জানে। সম্প্রতি তাঁদের বিয়ে হওয়ার কথাও ছিল। শোনা যাচ্ছে, দু’জনের সম্পর্কে শেষ মুহূর্তে ভাঙন ধরে। সে কারণেই মানসিক ভেঙে পড়েছিলেন প্রত্যুষা। এই ঘটনার জেরেই তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

‘বালিকা বধূ’তে তাঁর সঙ্গে কাজ করেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। এ দিন তিনি বলেন, ‘‘খবরটা পেয়েছি। আমি শক্‌ড। খুবই দুঃখজনক ঘটনা। হতাশ লাগছে।’’

আপনার মন্তব্য

আলোচিত