বিনোদন ডেস্ক

১৪ জুন, ২০১৬ ২২:৪৭

তনু ও তনয়কে উৎসর্গ করে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামী  ১৭ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হতে যাচ্ছে নাট্যদল ‘স্বপ্নদল’র যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। জানা গেছে, নাটকটি সম্প্রতি ধর্ষন ও হত্যার শিকার নাট্যকর্মী সোহাগী জাহান তনু ও উগ্রপন্থীদের হামলায় নিহত নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে উৎসর্গ করবে ‘স্বপ্নদল’

বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানে হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি দেখানো হয়েছে নাটকটিতে। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজার সাম্প্রতিক বর্বরতার প্রসঙ্গ।

নাটকটিতে অভিনয় করছেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা,শিশির সিকদার, আমজাদ শরীফ, মোস্তাফিজুর রহমান, মাধূরী বেপারী সুমি, জেবুন নেসা, সাইদুল ইসলাম, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত