মাহমুদুল হাসান, মন্ট্রিয়ল থেকে

২৫ জুলাই, ২০১৬ ১৫:৪৬

আশরাফুল পাভেল’র প্রথম একক ‘খোঁজে দেখো না’

কানাডা প্রবাসী তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আশরাফুল পাভেল। ঈদ উপলক্ষে ঈগল মিউজিক হতে রিলিজ হয়েছে তার প্রথম একক এলবাম ‘খোঁজে দেখো না’।

সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন তিনি নিজেই। তাছাড়া সহ-শিল্পী হিসাবে আছেন নদী, লুইপা, মধুবন্তি (কলকাতা), এলোনা (ইংল্যান্ড)।

৯টি গান দিয়ে সাজানো এলবামটিতে গীতিকার হিসাবে আছেন গিয়াস সানি, রুবস এ রহমান, জুনায়েদ আহমদ, রাফায়াত ইমন, ফারহান তানভীর উজ্জ্বল এবং পাভেল।

পাভেল দীর্ঘদিন সংগীত নিয়ে পড়াশুনা করে ইংল্যান্ড হতে ডিগ্রি গ্রহণ করে বর্তমানে স্থায়ীভাবে কানাডা বসবাস করছেন। ইতিমধ্যে আশরাফুল পাভেল দুটি প্লে-ব্যাকে কাজ করেছেন সংগীত পরিচালক হিসাবে। তাছাড়া পাভেলের প্রথম একক সংগীতে মিক্সড এলবাম ছিল প্রেমের হাওয়া যেখানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা গান গেয়েছিলেন।

সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে তার দুইটি মিউজিক ভিডিও এর শুটিং সম্পন্ন হয়েছে। শীঘ্রই মিউজিক ভিডিওগুলো মুক্তি পাবে বলে জানান।

আশরাফুল পাভেল জানান- গত এক বছর যাবত পরিশ্রম দিয়ে এলবামটি তৈরি করেছি। চেষ্টা করেছি ভাল কিছু করার;  এলবামটি শ্রোতারা ভালভাবে গ্রহণ করলে আমার পরিশ্রম সার্থক হবে।

আপনার মন্তব্য

আলোচিত