বিনোদন ডেস্ক

২৭ আগস্ট, ২০১৬ ২৩:২২

আসছে প্রথম থ্রি-ডি বাংলা সিনেমা

আসছে প্রথম থ্রি-ডি বাংলা চলচ্চিত্র। টালিউডে নির্মাণ হতে যাওয়া এই ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ নিয়ে এর আগেও ব়ড়পর্দায় কাজ করেছেন সৃজিত। ২০১৩ সালে অভিনেতা প্রসেনজিৎকে ‘কাকাবাবু’ হিসেবে ‘মিশর রহস্য’ সিনেমায় প্রথম দেখেন দর্শক। এ বারের গল্প ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’।

ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে পুজোর পরেই। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মে-জুন নাগাদ ইউরোপের স্নো ক্ল্যাড পাহাড়ে শুরু হবে প্রথম বাংলা থ্রি-ডি ছবির শুটিং।

ছবি প্রসঙ্গে সৃজিত বলেন, ‘‘পরিচালক হিসেবে আমি সব রকমের কাজ করতে চাইব। এর আগে বিভিন্ন শুটিংয়ের মাঝে থ্রি-ডি টেকনোলজি নিয়ে আমি রিসার্চ করেছি। আশা করছি এখনকার টেক-স্যাভি ইয়ং অডিয়েন্সের ছবিটা ভাল লাগবে।’’

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

আপনার মন্তব্য

আলোচিত