বিনোদন ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৬ ১৮:৫০

টি শার্ট বিতর্ক, ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

স্লিভলেস ট্যাংক টপ পরে ভ্রমণ বিষয়ক এক ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই টি শার্টে লেখা ছিলো শরণার্থী, অভিবাসী, বহিরাগত ও পর্যটক এই চারটি শব্দ। এর মধ্যে প্রথম তিনটি শব্দ লাল কালি দিয়ে কেটে দেয়া ছিলো। বেঁচে থাকা একমাত্র শব্দটি ছিলো পর্যটক।

আর এতেই উঠেছে সমালোচনার ঝড়। স্লিভলেস ট্যাংক টপ নির্মাতা প্রতিষ্ঠান ও প্রিয়াঙ্কা চোপড়াকে চাইতে হয়েছে ক্ষমা।

প্রিয়াঙ্কা বলেছেন, অনুভূতিতে আঘাত লাগায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সমসময়ই শ্রেণিবিভাজনের বিপক্ষে। আমার সত্যিই খুব খারাপ লাগছে। কিন্তু ওই টিশার্টের বার্তাকে বিকৃত করা হয়েছে।

এনডিটিভিকে প্রিয়াঙ্কা বলেন, মূল উদ্দেশ্য ছিল বিদেশীদের সম্পর্কে সাধারণ মানুষের মনে যে অহেতুক ভয় থাকে, সে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করা। শরণার্থীদের অনুভূতিতে আঘাত করা নয়।

প্রিয়াঙ্কা নিজেই ম্যাগাজিনের কাভারের ছবিটি টুইটারে পোস্ট করেন। এরপরই ভারত জুড়ে শুরু হয় সমালোচনা।

আপনার মন্তব্য

আলোচিত