সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৭ ০২:৪৪

চীন পৌঁছেছেন জেসিয়া

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে চীনে পৌঁছেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে চীনের গোয়াংজু পৌঁছান তিনি।  ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' জেসিয়া। বিমানবন্দরে তাকে বিদায় জানান 'অন্তর শোবিজ'র চেয়ারম্যান স্বপন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী প্রমুখ।

৬৭তম 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন জেসিয়া ইসলাম। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন।

শুক্রবার সেখানে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীদের নয়ে গ্রুমিংয়ে অংশ নেবেন জেসিয়া; যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ৬ নভেম্বরের পর সঙ্গে নিয়ে যাওয়া পাটের তৈরি জিনিসপত্র জেসিয়া সংশ্লিষ্টদের সামনে তুলে ধরবেন; যা নিলামে উঠবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন চ্যারিটেবল ফান্ডে দেওয়া হবে।

১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত প্রতিযোগিতা। পরদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশে চীন ছাড়বেন জেসিয়া ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত