বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৮ ১৪:৩৮

সালমান-শাবনূরের পর এবার সাইমন-মাহিকে নিয়ে ‘আনন্দ অশ্রু’

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল প্রয়াত মহানায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূর অভিনীত সুপারহিট ছবি ‘আনন্দ অশ্রু’। শিবলি সাদিক পরিচালনা করেছিলেন ছবিটি। সালমানের মৃত্যুর পর মুক্তি পাওয়া ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিলো।

দুই দশক পর এবার 'আনন্দ অশ্রু' নির্মাণ করতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক। তবে আগের ছবির রিমেক নয়, সম্পূর্ণ নতুন গল্প নিয়ে একই নামে সিনেমা নির্মাণ করছেন তিনি। আর এই সিনেমায় জুটি হয়েছেন সাইমন-মাহি। আরো অভিনয় করবেন আলী রাজ ও মিশা সওদাগর।

সোমবার (১৫ জানুয়ারি) পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, "ছবি মুক্তির ১২ বছর হয়ে গেলে সেই নামে কাজ করা যায়। তাই আমি পরিচালক সমিতিতে ‘আনন্দ অশ্রু’ নামের জন্য আবেদন করি। আজই নাম নিবন্ধন হয়েছে।"

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে নতুন ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শুরু হবে। ছবিটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ।

সাইমন-মাহি জুটির প্রথম সিনেমা ছিল ‘পোড়ামন’। সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন সাইমন-মাহি। এবার এই জুটির তৃতীয় সিনেমা হতে যাচ্ছে ‘আনন্দ অশ্রু’।

আপনার মন্তব্য

আলোচিত