বিনোদন ডেস্ক

০৫ মার্চ, ২০১৮ ২১:০৯

পাকিস্তানে নিষিদ্ধ আনুশকার ‘পরী’

এবার পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আনুশকা শর্মার পরী চলচ্চিত্রটি।

'ধর্মীয় অনুভূতিতে' আঘাত হানার শঙ্কায় দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেন্সর বোর্ডের চেয়ারম্যান মোবাশ্বির হাসান। তিনি জানান, সিবিএফসি পুরো চলচ্চিত্রটি দেখেছে। দেখার পর তারা বলেছে, চলচ্চিত্রটিতে একাধিক এমন সংলাপ রয়েছে যেগুলো মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে।

পাকিস্তান ফিল্ম ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান চৌধুরী ইজাজ কামরা সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করে জানিয়েছেন, 'যা কিছু আমাদের সংস্কৃতি ও ইসলামিক ইতিহাসে আঘাত হানতে পারে তা পাকিস্তানে সবসময় নিষিদ্ধ। পরীও এর ব্যতিক্রম নয়।'

তবে চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক প্রেরণা অরোরা বলছেন, "পাকিস্তান সেন্সর বোর্ড কোনও কিছু বিবেচনা না করেই হুটহাট সিদ্ধান্ত নিয়েছে। 'পরী' কোনোভাবেই ইসলামবিরোধী নয়। ছবিতে যে অপশক্তিকে দেখানো হয়েছে, তার কোনও ধর্ম নেই।'

উল্লেখ্য, 'পরী' প্রযোজক হিসেবে আনুশকা শর্মার তৃতীয় ছবি; এটি মুক্তি পেয়েছে ২ মার্চ। প্রসিত রায় পরিচালিত এ ছবিতে আনুশকার সঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীকেও। সূত্র: গালফ নিউজ

আপনার মন্তব্য

আলোচিত