সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৫৪

ভিডিওটি বিশ্বাস না করার অনুরোধ মেহজাবীনের

ছবি মেহজাবীন চৌধুরীর ফেসবুক থেকে নেওয়া

‘আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।’

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এমনই স্ট্যাটাস দিয়েছেন ২০০৯ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী।

সোমবার থেকে অনলাইনে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৪ সেকেন্ডের সেই ভিডিওর সঙ্গে মেহজাবীন চৌধুরীর নাম জড়ানো হয়। এই আলোচনার সময়ে মেহজাবীন চৌধুরী নিজের প্রতিক্রিয়া দিলেন।

মেহজাবীন চৌধুরী আরও বলেন, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’

আপনার মন্তব্য

আলোচিত