বিনোদন ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৯ ১৫:৩৭

জোকার দেখতে সিনেপ্লেক্সে দর্শকের উপচে পড়া ভিড়

গত ৪ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমা ‘জোকার’। একই সাথে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ডিসি ফিল্মসের এ ছবিটি। সিনেপ্লেক্সে ছবি দেখতে উপচে পড়েছেন দর্শকেরা। প্রতিদিনই বাড়ছে দর্শক সংখ্যা।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বললেন, ‘সিনেমাটি দর্শকের আগ্রহ বাড়ছে। এখন স্টার সিনেপ্লেক্স কাঁপাচ্ছে জোকার। সিনেমাপ্রেমীরা ব্যাপক উৎসাহ-উদ্দিপনা নিয়ে ছবিটি উপভোগ করছেন। প্রায় প্রতিটি শো হাউজফুল যাচ্ছে।’

এবার ‘জোকার’ ছবিতে ‘জোকার’ চরিত্রে অভিনয় করেন জোকিন ফিনিক্স। এর আগে জোকার চরিত্রটি নিয়ে বিভিন্ন সিনেমায় অভিনয় করেন হিথ লেজার, জ্যাক নিকলসন, জেরার লেটো, সিজার রোমেরোদ। ব্যাটম্যান দ্য ডার্ক নাইট (২০০৮) ছবিতে হিথ লেজারের অভিনীত জোকার চরিত্র ব্যাপকভাবে প্রশংসিত হয়।

টড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমার ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনও সুপারহিরোকে যুক্ত করা হয়নি। গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে।

ইন্টারনেট মুভি ডাটাবেস এ এই মুহুরথে দর্শররা সিনেমাটিকে রেটিং দিয়েছে ৯/১০। অনেকে একে ‘মাস্টারপিস’, ‘চিরস্মরণীয়’, ‘যুগান্তকারী’ আখ্যা দিয়েছেন। রোটেন টম্যাটো ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে। এছাড়া একাধিক সমালোচক ইতোমধ্যে ছবিটির ইতিবাচক রিভিউ দিয়েছেন।

‘ব্যাটম্যান’ সিরিজে ডি.সি. কমিকস ১৯৪০ সালে জোকারকে পরিচয় করিয়ে দিয়েছিল মনস্তাত্ত্বিক সুপারভিলেন হিসিবে। এরপর হতে ‘জোকার’ চরিত্র নিয়ে নির্মিত হয়েছে অনেক কমিক্স আর সিনেমা। সিনেমায় ‘জোকার’ চরিত্রের সর্বশেষ সংযোজন এ ছবিটি।

আপনার মন্তব্য

আলোচিত