নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০১৬ ২১:০৪

মণিপুরিদের ঝুলন যাত্রা উৎসব (ফটো ফিচার)

প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে খোপায় ফুল, মাইখুম্বী, গায়ে রেশমি ব্লাউজ, গলায় সোনার হার এবং  উজ্জ্বল চুমকির পোশাক পরে আকর্ষণীয় সাজে মনিপুরী মেয়েরা নৃত্য পরিবেশন করেন।  এ সময় রাধা কৃষ্ণকে দোলনায় ঝুলিয়ে  বৈষ্ণব পদাবলি পরিবেশন করা হয়।



শ্রাবণের একাদশীতে শুরু হয়ে পূর্ণিমায় গিয়ে শেষ হয় এই উৎসব। সিলেটে প্রতিবছরই মনিপুরী সম্প্রদায়ের মানুষরা এই উৎসব পালন করেন। মূলত মৈতৈ গোষ্ঠীর মণিপুরিরাই এই উৎসব বেশি পালন  করে থাকেন। তবে বিষ্ণুপ্রিয়ারাও এই উৎসব পালন করে থাকেন।

সিলেট নগরীর মনিপুরী রাজবাড়ি ও শিবগঞ্জ এলাকার মনিপুরী মন্দিরে এই উৎসব ঘিরে ব্যাপক আয়োজন করা হয়।


ঝুলন যাত্রা উৎসবে কয়েকটি তুলেছেন আলোকচিত্রী কমলজিৎ শাওন

 

 

 

 

 

 

 

 




আপনার মন্তব্য

আলোচিত