উত্তম কুমার দাশ

০৮ অক্টোবর, ২০১৬ ২৩:৫৬

আমার বন্ধুটিকে বাঁচান প্লিজ

৬ সেপ্টেম্বর ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন অর্ক। তাতে লিখেছেন -‘আজকে ক্যাম্পাস ছুটি হয়ে গেছে। মাকে ফোন করে বলার কথা ছিল- মা সাড়ে এগারোটায় বাস। আমি আসছি। এর বদলে আজকে মাকে ফোন দিয়ে আমার ক্যান্সার হওয়ার খবরটা দিলাম। হায় জীবন!”

অর্কের পুরো নাম সেন্টু রঞ্জন দাশ অর্ক। বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২য় বর্ষের ছাত্র তিনি। বাবা মারা গেছে কয়েক বছর আগে। নিজের পড়ালেখার খরচ নিজে চালান, পারলে মাকেও সাহায্য করে সংসার চালাতো।
 
এই সময়টায় অর্কের মনোযোগ দিয়ে ক্লাশ করার কথা ছিলো , বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠার কথা ছিলো, জীবনের লক্ষ্য অর্জনে নিজেকে প্রস্তুত করে তোলার কথা ছিলো , কিন্তু প্রকৃতির নির্মম পরিহাসের শিকার হয়ে সে আজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার (Lymphocyte Rich Classical Hodgkin Lymphoma)।

অর্ক সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এমসি কলেজ থেকে এইসএসতিতে গোল্ডেন প্লাস পেয়ে সে তার মেধার চমক দেখিয়েছিল। চিকিৎসা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদে ভর্তি হয়েছিল অর্ক। স্বপ্ন বাস্তবায়নের পথ রুদ্ধ করে অর্কের শরীরে বাসা বাধল  দূরারোগ্য ক্যান্সার ! বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।

তার চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবার এই ব্যয়ভার বহন করতে অক্ষম। তার পরিবার, বন্ধু-বান্ধব, শিক্ষকরা তার চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তবানদের জরুরি সহযোগিতা চেয়েছেন। দ্রুত চিকিৎসা শুরু হলে আরোগ্য সম্ভব বলে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন।

সদা হাস্যোজ্জ্বল, অসীম দৃঢ় মানসিকতা সম্পন্ন অর্ক কি হার মানবে তার নিয়তির কাছে?
অর্কের চাওয়াটা কি খুব বেশিই ছিলো ?

সে চায় মায়ের স্বপ্ন পূরণ করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে, জাহাঙ্গীরনগরের সবুজ চত্বরে বিচরণ করতে, পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতে। আমরা একটি সম্ভাবনাময় প্রাণকে অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করতে পারি না?

আপনার, আমার সকলের সম্মিলিত প্রয়াস-ই পারে অর্ককে একটি সুস্থ, স্বাভাবিক জীবন উপহার দিয়ে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে, পুনরায় তাকে স্বপ্নের পথে জাল বিস্তার করা শেখাতে। আমার এই বন্ধুটি বাঁচান প্লিজ।

অর্ককে সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ নম্বর: 1. 01921729399 (পার্সোনাল)
2. 01722899715 (পার্সোনাল)
3. 01928401260 (পার্সোনাল)

ডাচ বাংলা মোবাইল একাউন্ট নং: 017751311311
ব্যাংক একাউন্ট:
Name of the Account: MD. Abdul Jalil
Account No: 186.105.9236 (Dutch-Bangla Bank Ltd.)

অথবা
Kallol Talukder
Dutch Bangla bank Account
Account No. : 204. 151. 5440
Dutch Bangla Bank Limited

অথবা,
Dutch Bangla Mobile Banking Acco:
01757831155-9


প্রবাসী  যারা  সাহায্য করতে আগ্রহী  তাঁরা  মানি ট্রান্সফার কোম্পানি (যেমন : ওয়েস্টার্ন ইউনিয়ন)-এর মাধ্যমে নিন্মোক্ত ঠিকানায় অর্থ পাঠাতে পারেন ।

Name: Kallol Talukder
পিতা: স্বর্গীয় কালী কুমার তালুকদার
মাতা: স্বর্গীয়া সুযত্না তালুকদার
NID: 19759015054799409
23 Anabil, Ukilpara Uttar
Sunamganj Pourashava
Sunamganj-3000.
Mobile No.: +8801757831155

আপনার মন্তব্য

আলোচিত