সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৫ জুলাই, ২০১৫ ১৩:০৮

রাস্তায় কৃষ্ণসার হরিণ সিংহের শিকার, পর্যটকদের ভয়ার্ত চোখ!

দক্ষিণ আফ্রিকার কুর্গার ন্যাশানাল পার্কে অন্য দিনগুলোর মতই পর্যটকদের ভিড় উপচে পড়েছিল। এই পার্কের ভিতর রাস্তাটা একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। জঙ্গলে থাকা বাঘ, সিং। আর রাস্তা দিয়ে চলে পর্যটকদের গাড়ি। আজ সেই রাস্তায় ঘটল অবাক করা কাণ্ড।

হঠাত্ই দুটো সিংহ রাস্তার মাঝে হাজির। পর্যটকদের গাড়ি ততক্ষণে স্টার্ট বন্ধ করে দুরুদুরু বুকে অপেক্ষায়।

চাক্ষুষ এভাবে সিংহ দেখে অনেকেই অবাক নয়নে চেয়ে। কিন্তু তখনও তারা জানেন না আরও কত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে তাদের জন্য।

ঘটনাটা ঘটল কিছু পরে রাস্তায় এক কৃষ্ণসার হরিণ আসার পর। সিংহকে দেখে পালাতে যাচ্ছিল হরিণ।

কিন্তু হাতের সামনে শিকার পেয়ে সিংহ একেবারে ঝাঁপিয়ে পড়ে। একেবারে লাইভ শিকার বলতে যা বোঝায় সেটাই দেখতে থাকেন পর্যটকরা। কৃষ্ণসার হরিণকে বাগে আনতে মাঝে মাঝে দু একটা গাড়ির সঙ্গে ধাক্কাও লাগে সিংহের। জিনিউজ।

আপনার মন্তব্য

আলোচিত