
২৭ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫০
দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম এবং এর আশপাশের জেলাগুলির জরুরি সব ফোন নম্বর পাওয়া যাবে এক অ্যানড্রয়েড অ্যাপে।
অ্যানড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘সিটিজি ইমার্জেন্সি’ (CTG Emergency App) নামের এই মোবাইল অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এমনকি অফলাইন হবার পরও অ্যাপটি চলবে ইন্টারনেট ছাড়াই।
যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ডিগবাজার লিমিটেড জানিয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটনসহ জেলার সব থানার পাশাপাশি র্যাব, হাসপাতাল-ক্লিনিক, ফায়ার সার্ভিস, ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স, বাস-ট্রেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফোন নম্বর যুক্ত হয়েছে।
এ ছাড়া এয়ারপোর্ট-এয়ারলাইন্স, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বন্দর, সিডিএ, হোটেল-রেস্তোরাঁ, মার্কেট ইত্যাদির ফোন নম্বরও রয়েছে ওই অ্যাপটিতে।
কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিরও গুরুত্বপূর্ণ সব নম্বরও আছে অ্যাপটিতে। এতে মোট ক্যাটাগরি রয়েছে ২৬টি।
অ্যাপটি ডাউনলোডের লিঙ্ক হলো :
https://play.google.com/store/apps/details?id=digbazar.com.ctg.emergency
আপনার মন্তব্য